
সম্প্রতি ফিল্মি স্টাইলে চলন্ত বাস থেকে ডাকাতির সময়ে ডাকাত দলকে গ্রেপ্তার করছে হাইওয়ে পুলিশ খুলনা শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি মিথ্যা ও ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়।
রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, হাইওয়ে পুলিশ কর্তৃক বাসে ডাকাত আটকের দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়। বরং এটি হাইওয়ে পুলিশের একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিও। এ ঘটনার প্রচারণামূলক ভিডিওটি ২০২৩ সাল থেকে হাইওয়ে পুলিশের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Ishat Vlogs’ নামক ইউটিউব অ্যাউন্টে ২০২৩ সালের ২৭ মে প্রচারিত এবং ‘কনটেন্ট ইউজার 100k’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ আগস্ট প্রচারিত একই ঘটনার ভিন্ন দুটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
তবে ভিডিও দুটিতে ডাকাত ধরার পড়ার দৃশ্য দাবি করা হলেও ভিডিও দুটি পর্যবেক্ষণ করে তা কোনো শুটিংয়ের ভিডিও বলে প্রতীয়মান হয়।
পরবর্তীতে ‘HIGHWAY POLICE’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ২০ আগস্ট ‘হাইওয়ে পুলিশ কুইক রেসপন্সে মাত্র ১০ মিনিটে সর্বদা যেকোনো ঘটনাস্থলে পৌঁছে যায়’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি ফ্রেমের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিও।
সুতরাং, হাইওয়ে পুলিশের পুরোনো একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিওকে সাম্প্রতিক আসল ঘটনা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।