Image description

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বপ্ন দেখেন বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি। পরে সন্তান রুবেল শেখ বাবার মরদেহ কবর থেকে তুলে আনেন।

উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের মহুরুদ্দিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোহরাব শেখ ৮/৯ মাস আগে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বপ্নে দেখে বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে রুবেল একা একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করে এবং নিজ ঘরের বারান্দায় দাফন করে।

 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন লোকজন। এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন, সোহরাব শেখের ছেলে রুবেল শেখ একজন চোর, নেশাগ্রস্ত উদ্ভট প্রকৃতির একটা ছেলে। এলাকায় রুবেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কী কারণে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করছে এ ব্যপারে কিছু বলতে পারব না।

 
 

তবে অভিযুক্ত রুবেল জানান, আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরস্থানে জীবিত আছেন। তাই আমি বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজ ঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেওয়া হোক।