Image description

Arif Sohel ( আসিফ সোহেল )

সেপ্টেম্বর কি অক্টোবর মাসে মিরর এশিয়ায় একটা নিউজ হইছিলো। বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের মতাদর্শ নিয়ে গবেষনা করতেছে ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তাদের ফাইন্ডিংস অনুসারে ছাত্র-জনতার রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে উঠে আসা এই নেতৃত্ব সাম্রাজ্যবাদবিরোধী, বিপ্লবী রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু একইসাথে বাংলার আবহমানকালের ধর্ম, সংস্কৃতিকেও ওউন করে।
 
নিউজের একটা অংশে ছিলো যে বাংলাদেশের তথাকথিত "বামপন্থী" রাজনীতিবিদ ও ছাত্রনেতাদের একটা গ্রুপ ভারতের সাথে যোগাযোগ রাখতেছে কারন তারা আশঙ্কায় আছে নতুন বাংলাদেশে সাম্রাজ্যবাদবিরোধী, বৈপ্লবিক এবং একইসাথে ইসলামসহ দেশীয় ধর্ম, সংস্কৃতিতে প্রোথিত ইনকেলাবি চেতনায় সমৃদ্ধ নতুন কোনো রাজনীতি হাজির হলে বাংলাদেশে তাদের আর কোনো স্পেস থাকবে না। পলিটিক্সের মাঠে তারা মার্কেট আউট হয়ে যাবেন। এইটা ঠেকানোর জন্যে তারা ভারতের সাথে মিলে পরিকল্পনা করছেন এইরকম একটা ভয়ঙ্কর বার্তাও সেখানে ছিলো।
 
মিরর এশিয়ার ঐ নিউজটা কারো কাছে থাকলে দিয়েন। এই ব্যাপারটা সত্য মনে হচ্ছে।
 
বি. দ্র: সুস্পষ্টতই আমরা সাম্রাজ্যবাদবিরোধী, বৈপ্লবিক ও জনগনমুখী সেই রাজনীতি শক্ত ভিত্তির ওপরে দাঁড় করাতে ব্যার্থ হইছি। মিরর এশিয়ায় উল্লেখিত প্ল্যানটা সত্য হলে ভারতীয় সাম্রাজ্যবাদ প্রাথমিকভাবে একটা ব্লো-ব্যাক দিয়েছে আমাদেরকে। কিন্তু এখনো সুযোগ শেষ হয়ে যায় নাই!
ফুক্কা কুল্লে নিজামিন!
ইনকিলাব জিন্দাবাদ!