Image description

বৈষম্যবিরোধী আন্দোলনে ফারজানা সিঁথি গর্জে উঠেছিলেন রাজপথে। এরপর একাধিকবার রাজপথে দেখা গেছে তাকে। এবার সিঁথি এক টিকটকারের বিরুদ্ধে মামলা করে নতুন করে আলোচনায় এসেছেন।

মূলত ধর্ষণের হুমকি পেয়ে কনটেন্ট ক্রিয়েটর খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে মামলা করেন তিনি।

সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।

ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়। সেইসঙ্গে নেটিজেনদেরও উদ্বুদ্ধ  করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।

তিনি বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’

এরপর বলেন, ‘লাইভটি তখন দেখিনি। সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন। ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সে কারণে মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় গিয়ে মামলা করি।’