
পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদল। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন রাবির সংগীত বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। এবার ভাইরাল হওয়া সেই নারী শিক্ষার্থী সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। আজ বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়া বোন হালিমাতুস সাদিয়াসহ অন্যান্য প্রতিযোগীদের ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।’
জানা যায়, প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান হোসেন ও তৃতীয় হয়েছেন আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ আমান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, হাফেজ মোহাম্মদ শাহাজল ইসলাম, সহকারী পেশ ইমাম, কেন্দ্রীয় মসজিদ, রাবি। ক্বারী মাওলানা মোহাম্মদ ইসরাফিল, পেশ ইমাম, শাহ মখদুম হল মসজিদ, রাবি। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, পেশ ইমাম, শহীদ হবিবুর রহমান হল মসজিদ, রাবি।