Image description

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। পদত্যাগের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পদত্যাগ করেছি। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না’।

তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ৪ মার্চ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে শুধু মাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি এ দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। ওইদিনই বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়, ‘বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।’ এ সংবাদ বিশেষ সহকারীর নিকটাত্মীয়দের কেউ কেউ ফেসবুকে শেয়ার করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, উপদেষ্টা পরিষদে অধ্যাপক আমিনুল ইসলামের শিক্ষা উপদেষ্টা হওয়ার বিষয়ে আলোচনাও হয়েছে। এরপর তিনি উপদেষ্টা হচ্ছেন এমন একটি ধারণা তাঁর আত্মীয়স্বজনদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ব্যাপাক আলোচনার মধ্যেই ওইদিন প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী ড. সি আর আবরারের নাম ঘোষণা করা হয়। পরদিন তিনি শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় অধ্যাপক আমিনুল ইসলামকে।

পদত্যাগকারী বিশেষ সহকারী আমিনুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন আমার দেশকে জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দুই দফায় তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। প্রথমে গত রোববার ফোনে তাকে পদত্যাগ করতে বলা হয়। এরপর দ্বিতীয় দফায় সোমবার আবার তাকে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়। এরপরই তিনি পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন।

ড. এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ১০ নভেম্বর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন। এই তিনজনের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।