
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনায় জড়িত ট্রাকটির চালক মো. টিটন ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার (১০ মার্চ) রাতে ডিবির একটি দল প্রযুক্তিগত নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ তালেবুর রহমান।
এরআগে সোমবার ভোর সকালে বনানীতে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাকটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন পথচারীকে চাপা দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ট্রাকটিকে শনাক্ত করতে অভিযান শুরু করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ট্রাকচালকের অবস্থান চিহ্নিত করে। এরপর বিশেষ অভিযান চালিয়ে রাতেই চালক মো. টিটন ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘাতক চালকের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, দুর্ঘটনার কারণ বিশ্লেষণ ও চালকের লাইসেন্স, মাদকাসক্ততা বা অন্য কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবি সাইবার ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা বলেন, "সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে আমরা প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠোর করা হবে।"
এদিকে, নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার চেয়ে দ্রুত বিচার কার্যক্রমের দাবি জানিয়েছে।