Image description
কেজিডিসিএলে বাড়ছে গ্যাসের সিস্টেম লস

চট্টগ্রামে গ্যাসের সিস্টেম লস বেড়েই চলছে। বর্তমানে বেড়ে প্রায় ৫ শতাংশে দাঁড়িয়েছে। এতে মাসে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। কর্মকর্তারা জানান, বিতরণ লাইনে নয় মূলত ট্রান্সমিশন লাইন থেকে কেজিডিসিএল লাইনে স্থানান্তরের সময় গ্যাস কম পাওয়া যাচ্ছে। এতে সিস্টেম লস নিয়ে হিসাবে গড়মিল হচ্ছে, যার দায় দেওয়া হচ্ছে কেজিডিসিএলের উপর। তবে কেজিডিসিএলের বিতরণ ব্যবস্থায় অনিয়মের কারণে সিস্টেম লস বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় ট্রান্সমিশন লাইনের মিটার চেক করার জন্য চিঠি দিয়েছে কেজিডিসিএল।

কেজিডিসিএলে সাম্প্রতিক সময়ে সিস্টেম লস বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এক বছর আগেও কেজিডিসিএলে সিস্টেম লস দুই থেকে আড়াই শতাংশের মধ্যে ছিল। এটাকে স্বাভাবিক বলা যায়। কিন্তু গত এক বছর যাবত্ সিস্টেম লস বাড়তে থাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। এই নিয়ে সম্প্রতি পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। কর্মকর্তারা জানান, কেজিডিসিএলের বিতরণ পাইপ লাইন প্রায় ৪০ বছরের পুরোনো। এতে পাইপ লাইনের বিভিন্ন স্থানে ছিদ্র দেখা দিয়েছে। তবে ছিদ্র দিয়ে সিস্টেম লস ৫ শতাংশ হতে পারে না।

কেজিডিসিএলের এক শীর্ষ কর্মকর্তা জানান, সিস্টেম লস বেড়ে যাওয়ায় তারা অনুসন্ধান শুরু করেন। এতে দেখা যায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) থেকে কেজিডিসিএলে গ্যাস হস্তান্তরের সময় হিসাবে গড়মিল হচ্ছে। সূত্র জানায়, কর্ণফুলী গ্যাস কোম্পানি চারটি পয়েন্টে জিটিসিএল থেকে গ্যাস সংগ্রহ করে। এখানে দুই সংস্থার পৃথক মিটার রয়েছে। দেখা গেছে জিটিসিএলের মিটারের রিডিং থেকে কেজিডিসিএলের মিটার গ্যাসের রিডিং কম দেখা যাচ্ছে। এখানে প্রায় ৩ শতাংশের মতো গ্যাস হিসাবে গড়মিল হচ্ছে। ফলে জিটিসিএলের মিটার চেক করার জন্য চিঠি পাঠিয়েছে কেজিডিসিএল। এরপর নির্ণয় করা যাবে সিস্টেম লস কোন জায়গায় হচ্ছে। এছাড়া অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি, শিল্পপ্রতিষ্ঠানে অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহার ও ছিদ্র দিয়ে গ্যাস অপচয়ের কারণে সিস্টেম লস বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এতে কোম্পানি বিপুল রাজস্ব হারাচ্ছে।

কেজিডিসিএলের কর্মকর্তারা জানান, বিতরণ পাইপ লাইন, রাইজার তদারকিতে ২১টি টিম কাজ করছে। কোম্পানির নিজস্ব মোবাইল ডিটেকশন মেশিন রয়েছে। তারা মাটির উপরে বিতরণ ব্যবস্থায় ছিদ্র বা অন্য সমস্যা নিয়ে কাজ করছে। তবে মাটির নিচে পাইপ লাইনের ত্রুটি চিহূিতকরণের কাজ এখন হচ্ছে না। কেজিডিসিএলের তথ্য মতে, গত ২০২৩-২৪ অর্থবছরে লিকেজ মেরামত করে প্রায় ৭৭ কোটি টাকার গ্যাস সাশ্রয় করা হয়েছে।

চট্টগ্রামে গ্যাসের বিতরণ লাইনে নিত্যদুর্ঘটনা ঘটছে। মাটির নিচে স্থাপিত গ্যাস বিতরণ পাইপ লাইনে, রাইজারে ছিদ্র হয়ে দুর্ঘটনা ঘটছে। এতে গ্যাসেরও অপচয় হচ্ছে। সম্প্রতি নগরীর ২ নম্বর গেইট এলাকায় বিতরণ লাইনে ছিদ্র হয়ে সড়কে আগুন ধরে যায়। এতে দীর্ঘ কয়েক ঘণ্টা বিশাল এলাকা জুড়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। বিতরণ লাইনে ও রাইজারে ত্রুটির কারণে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় বিতরণ ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে।

নগরীতে বিভিন্ন সময়ে পিডিবি, ওয়াসা, টিন্ডটির, জলাবদ্ধতা প্রকল্প ও উন্নয়ন কাজে খোঁড়াখুঁড়ির কারণে মাটির নিচে থাকা বিতরণ পাইপ লাইনের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের পাইপ লাইনের অবস্থান শনাক্ত না করে খোঁড়াখুঁড়ি চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপ লাইনের জয়েন্টে, রাইজারের ভাল্ব, রেগুলেটর, চুলার ভাল্বসহ বিভিন্ন জয়েন্টে ছিদ্র হয়ে বিতরণ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে। আবার বিভিন্ন স্থানে আবদ্ধ জায়গায় গ্যাস রাইজার বসানো হয়েছে। অভিযোগ উঠেছে প্রায় ৫০ হাজার গ্যাস রাইজার ঝুঁকিমুক্ত কিনা এখনো জরিপ করা হয়নি।

জানতে চাইলে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম খান বলেন, বোয়ালখালী এলাকায় আবাসিকের ৬০০ রাইজার পরীক্ষা করা হচ্ছে। এরপর বুঝা যাবে রাইজারের লিকেজের মাধ্যমে গ্যাস অপচয় হচ্ছে কিনা। পরবর্তীতের তার আলোকে অন্য জায়গায় ব্যবস্থা নেওয়া হবে।