Image description

রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

 

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান সমকালকে বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পিলখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে রাত ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

 

তিনি বলেন, একটি ১০ তলা আবাসিক ভবনের অষ্টম তলায় আগুন লেগেছিল। যেখানে অগ্নিকাণ্ড ঘটে, সেখানে পুরোনো মালপত্র, লেপ–তোষকসহ অন্যান্য জিনিসপত্র ছিল। আগুনে দেড় লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে ধোঁয়ার মধ্যে আটকে অসুস্থ হয়ে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।