Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বাংলাদেশ পুলিশ ও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে পুলিশের সংখ্যা ১ লাখ ৮০ হাজার, যার মধ্যে ৯০ হাজার সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ, মোট পুলিশের অর্ধেকেরও বেশি এই সময়ের নিয়োগপ্রাপ্ত, যাদের একদম বেছে বেছে নিয়োগ দেওয়া হয়েছে।

উমামা ফাতেমা আরও বলেন, পুলিশের একাংশের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করছে। তার মতে, ৫ই আগস্টে কিছু থানা থেকে সাধারণ জনগণের ওপর গুলি চালানো হয়েছে যা জাতিসংঘের প্রতিবেদনেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তিনি মনে করেন, যদি সংশ্লিষ্ট থানাগুলো চিহ্নিত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বাকি পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হতো।

তিনি আরও জানান, গত ৭ আগস্ট পুলিশ সংস্কারের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিল। তবে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন।

এ প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, বর্তমান প্রশাসন পরিস্থিতি সামলাতে যথাযথ কৌশল অবলম্বন করেনি, যা আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব ছিল।

সূত্র: https://web.facebook.com/share/r/1Y9TdFivjJ/