Image description
 

স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 


দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভার রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে। আজ ভোরে মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

 

রুবেলের বিরুদ্ধে মামলা রয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।