![Image description](https://content.bdtoday.net/files/img/202502/5a7b1fdf77ef8042acde8fb8aecd1571.png)
লেখক ও ব্লগার পিনাকূ ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কীভাবে হতে পারে তা তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, আইনগত পরিভাষা গুরুত্বপূর্ণ যে কোনো ঘোষণার ক্ষেত্রে।
অতএব, এইরকম ঘোষণা দেয়া যাইতে পারে:
"এতদ্বারা বাংলাদেশের চিরস্বাধীন ও সার্বভৌম জনগণ আন্তর্জাতিক সন্ত্রাসী, মানবতার বিরুদ্ধে অব্যাহতভাবে অগণিত গুম, খুন ও অন্যান্য অমার্জনীয়, অকল্পনীয়, বীভৎস ও দালিলিকভাবে প্রমাণিত অসংখ্য অপরাধ সংঘটনকারী, গণহত্যাকারী, লুটেরা, স্বৈরাচার, ফ্যাসিস্ট; জনগণের রাজনৈতিক, সিভিল, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অন্যান্য সকল গণতান্ত্রিক ও নাগরিক অধিকার লুন্ঠনকারী; জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের অধিকার, বাকস্বাধীনতা ও সভাসমাবেশের অধিকার হরণকারী; রাষ্ট্রবিরোধী, অনুতাপ ও অনুশোচনাবিহীন বাংলাদেশ-বিরোধী ভারতভৃত্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনকে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনী, অবৈধ, রদ, রহিত, অবলুপ্ত এবং আইনের দৃষ্টিতে ও জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী নিষিদ্ধ এবং বৈধ-অস্তিত্ববিহীন ঘোষণা করা হইল।
সর্বশক্তিমান ঈশ্বরের আদেশক্রমে,
—বাংলাদেশের চিরস্থায়ী মুক্ত ও সার্বভৌম