![Image description](https://content.bdtoday.net/files/img/202502/3f9f4d082ea6ae6e417677ec9a9db12c.png)
নিজের সম্ভ্রম রক্ষা করতে পারলেও যুবকের উপর্যুপরি ছুরিকাঘাতে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬)। বর্তমানে ওই স্কুলছাত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
সম্ভ্রমহানির চেষ্টাকারী শাহীন আলম আসিফকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ভাতগাঁও এলাকায়।
গ্রেফতার শাহীন আলম আসিফ কাহারোল উপজেলার ভাতগাঁও গ্রামের আবুল কালামের ছেলে। স্কুলছাত্রী ওই কিশোরীর বাড়িও একই এলাকায়।
পুলিশ জানায়, বুধবার রাতে ওই কিশোরী তার ঘরে বসে বই পড়ছিল। এ সময় শাহীন আলম আসিফ নামে ওই যুবক বাড়ির প্রাচীর টপকে তার ঘরে প্রবেশ করে স্কুলছাত্রীকে জাপটে ধরে তার সম্ভ্রমহানির চেষ্টা করে। এ সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করলে ব্যর্থ আসিফ স্কুলছাত্রীর পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। স্কুলছাত্রীর চেঁচামেচিতে বাড়ির লোকজন এগিয়ে এলে ঘাতক যুবক পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাতেই ওই স্কুলছাত্রীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে নেওয়া হয়। হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছে কিশোরী।
কাহারোল থানার ওসি মো. রুহুল আমীন জানান, রাতেই অভিযুক্ত যুবক শাহীন আলম আসিফকে আটক করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেছেন।