Image description

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল ও সনদ দেওয়া হয়েছে। সেই সনদে ‘শিক্ষা নিয়ে গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সংবলিত একটি লোগো রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মেডেল এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা এ সনদ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন আওয়ামী মদদপুষ্ট রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদ্য মো. আসাদুজ্জামান আসাদের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ থাকা সত্বেও সে তার ভাই আসাদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তৎকালীন শিক্ষামন্ত্রী দিপুমনির সুপারিশে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

 

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন জানান, এটা ভুলবসত হয়েছে। আমার নজরে আসার পর আমরা আর সার্টিফিকেট দিইনি। এটা আগে থেকেই করা ছিলে।