Image description

শিক্ষার্থীদের এমন উৎকর্ষ সাধন করা উচিত যেনো তাদের জ্ঞানে বিশ্ব শাসিত হয় বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ প্রধান বা আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা।

তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা এমন উৎকর্ষ সাধন করুন যেনো জ্ঞানার্জনে বিদেশীরা এখানে আসে। আপনাদের প্রদত্ত জ্ঞান দিয়ে তারা বিশ্ব শাসন করে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কান্দাহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের এক সভায় তিনি একথা বলেন।

আফগান আমিরুল মুমিনীন আরো বলেন, মুজাহিদগণ আল্লাহর সাহায্যে এই দেশকে দখলদারিত্ব ও কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করেছে। এখন আপনাদের সময় আফগানিস্তানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা। প্রতিটি ক্ষেত্রে বিশ্বকে চ্যালেঞ্জ জানানো। জ্ঞানগত উৎকর্ষ সাধনে আপনাদের জন্য সবধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি আমরা। উচ্চশিক্ষা মন্ত্রণালয়কেও নির্দেশনা দিয়ে রেখেছি যেনো প্রয়োজনে স্ব স্ব বিষয়ে পারদর্শিতা রাখা অভিজ্ঞ বিদেশী প্রফেসরদের দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। ইমারাতে ইসলামিয়ার সরকার তাদের সানন্দে গ্রহণ করে নিবে। যেকোনো মূল্যে তাদের সার্বিক সুযোগ সুবিধার খেয়াল রাখবে।

এছাড়াও বলেন, ধর্মীয় ও পার্থিব দু’ধরণের জ্ঞানের গুরুত্বই অপরিসীম। আপনাদের দু’ধরণের জ্ঞানই অর্জন করা উচিত। এক্ষেত্রে উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি, জনগণ ও ইসলামের সেবা করা।

প্রফেসরদের উচিত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান শেখানো। আল্লাহর সন্তুষ্টি ও জনকল্যাণের প্রতি লক্ষ্য রাখা। শিক্ষার্থীদেরও উচিত তাদের অর্জিত জ্ঞান যেনো একমাত্র আল্লাহর সন্তুষ্টি, দ্বীন ইসলাম ও জনগণের কল্যাণে ব্যয় হয়।

আপনারা শিক্ষকগণ রাষ্ট্রীয় ও সামাজিকভাবে অত্যন্ত সম্মানিত। সমাজও স্কুল, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেক শ্রদ্ধা করে। আপনাদের জন্য শুভকামনা জানায়। অবদানের জন্য দোয়ায় আপনাদের স্মরণ করে।

এছাড়া বারবার আফগান দখলে আসা বিদেশী শক্তি ও ইসলাম বিহীন শাসনব্যবস্থার বিরুদ্ধে আফগানরা যে অসীম ত্যাগ ও সাহসিকতার দৃষ্টান্ত তৈরি করেছে, বারবার বিজয়ের ইতিহাস সৃষ্টি করেছে তা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহবান জানান।

সূত্র: আরটিএ