‘আজ সকাল ১১:০০ টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা - পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো - আমিই বিপ্লবী সরকার হবো।
স্থান:- কলাপাড়া থানা - পায়রা সমুদ্র বন্দর, জিরো পয়েন্ট। 4 লাইন 6 লাইন এর মাঝখানে, হাইওয়ের পাশে।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ঘর পুড়ে যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটর কাফি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বুধবার কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি নিজ বাড়ি কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামের পোড়া বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আজ লজ্জিত আমার বাবার এই মাসের অবসরে যাওয়ার সময় সে কাগজপত্র আমার কারণে পুড়ে গেছে। আজকে আমার জন্য এই ঘর পোড়া হয়েছে, নিজে লজ্জিত আমি, কি করেছি, স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি। স্বৈরাচারের বিরুদ্ধে আমি জীবন ঝুঁকি নিয়ে লড়েছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি, হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পরিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। ধানমন্ডি ভাঙার প্রথম প্রতিশোধ হিসেবে কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরোও বলেন, "আমার পিছনে এখানে দাঁড় করানো বড় একটি বিশাল ঘর ছিল। এখন এখানে কোন কিছু নাই এখন, তাহলে আমি বলব এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটিয়েছি বিপ্লব ঘটিয়ে একটি সরকার গঠন করে দিলাম আমি ফন্টে থেকে স্লোগান দিয়েছি। সেই ভিডিও ফুটেজ এখনো আছে আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো। কি প্রটেক্ট দিল, তিন চারদিন আগে ধানমন্ডি ৩২ নাম্বার যেখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে আমি ফন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিয়েছি। দেশের মানুষের জন্য স্লোগান দিয়েছি বাঙালির জন্য স্লোগান দিয়েছি।"
অন্তর্বর্তী কালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, "আমি অন্তর্বর্তী কালীন সরকারকে কাটছাঁট ভাবে বলতে চাই, ৭ দিন টাইম এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে বিচারের আওতায় এনে ৭ দিনের ভিতরে পুরা মালামাল সরিয়ে নতুন ভাবে আমার এই ঘর শুরু করতে হবে। ৭ দিনের মাথায় এই কাজ যদি না করা হয় তাহলে আমি রাজপথে দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেসক্লাবের সামনে যেতে হবে না, সচিবালয়ের সামনে যেতে হবে না। আমার পোড়া ঘরের সামনে এখানে দাঁড়াবো, এখানে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে।"
শেখ হাসিনার নাম নিয়ে তিনি বলেন, "আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, আমি সহ আমরা সবাই, তবে হাসিনা ভারতবর্ষে থেকে আগুন এখানে ধরিয়ে দেয়নি। ছাত্রলীগ এখনও পোস্ট করে, আমার ঘরে আগুন জলে আর তারা বলে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পুড়িয়েছ তোমার বাড়ি পুড়েছে, তাহলে এই বিপ্লবী সরকার তার কাজটা কি সে কি করল ফন্টে থেকে আমরা আন্দোলন করলাম আমাদের ঘরবাড়ি নেই, আর নিরীহ মানুষের কি থাকবে।”
নতুন সরকার গঠন নিয়ে যা বললেন, "আমার কথা কাট টু কাট, আমি পেঁচাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। এই সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। সুতরাং আমি ৭ দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে।"
কাফির পিতা এবিএম হাবিবুর রহমান বলেন, "বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয়,তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় তাদের।"
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।