Image description
 

বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় তেল বোঝাই একটি স্টিল বডি ট্রলারে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় রুবেল, সম্পা ও মান্নানসহ ৪ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় নগরীর ত্রিশ গোডাউন এলাকার কীর্ত্তনখোলা নদীর তীরে থাকা যমুনা অয়েল ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রলারে থাকা আমজাদ হোসেন নামের এক শ্রমিক জানান, তারা নোয়াখালীর হাতিয়া থেকে বরিশাল এসেছিলেন। বিকেলে তারা ত্রিশ গোডাউন এলাকায় তাদের ট্রলারটিতে ডিজেল পেট্রোল ও অকটেন লোড করার জন্য নোঙর করে রাখে। সন্ধ্যায় তারা এখানকার যমুনা অয়েল ডিপো থেকে ডিজেল, পেট্রোল ও অকটেন ব্যারেলে

লোড করছিলো। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি ব্যারেলে পেট্রোল লোড করার শেষ মুহূর্তে আকস্মিক ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে পুরো ট্রলারে আগুন ধরে যায়। এসময় তিনি তীরে উঠলেও বাকি চারজন ট্রলারেই থেকে অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বরিশাল সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসর সুমন জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬ টায় তারা ঘটনাস্থলে পৌঁছেন। তিনি বলেন, আগুন লাগার পর ট্রলারটির নদীর তীর থেকে নোঙর খুলে দেওয়ায় ট্রলারটি ক্রমান্বয়ে নদীর মাঝ বরাবর চলে যায়। তবে

অনেক চেষ্টার পর তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভানোর পর ওই ট্রলার থেকে ৪ জনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ট্রলার মালিক ও চালকরা নোয়াখালীর বাসিন্দা হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বরিশাল শেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, অগ্নিদগ্ধদের চিকিৎসা চলছে। তবে দু’জনের অবস্থা আশংকাজনক।