![Image description](https://content.bdtoday.net/files/img/202502/f923e72daa96e014ea341a3f8101c28a.png)
এবার সরাসরি যুক্তরাষ্ট্রে বোমা হামলার ঘোষণা দিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমিনি। ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হওয়ার পরেই তার পরম বন্ধু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে একাধিক বার বৈঠক করেন। সেখানে তাদের প্রধান আলোচ্য বিষয় ছিল ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণ অর্থাৎ ইরান যেন কোন ভাবেই তাদের পারমাণবিক শক্তিকে বৃদ্ধি করতে না পারে এবং মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে। তখনই ট্রাম্প হুমকি দিয়েছিল, প্রয়োজনে ইরানে বোমা হামলা করবে আমেরিকা।
যার প্রতিক্রিয়ায় ইরানও এবার সরাসরি যুক্তরাষ্ট্রে হামলার ঘোষণা দিলো। দেশটির সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা থাকলেও কখনোই সরাসরি যুক্তরাষ্ট্রে বোমা হামলার হুমকি দেন নাই। বুঝাই যাচ্ছে এবার ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর কোন ঝামেলা হতে যাচ্ছে যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে সারা এশিয়ায়। ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন ইরানের কাছে তেলের মজুদ জিরোর কোঠায় নিয়ে আসতে চায়, যাতে তারা কোনভাবেই পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করতে না পারে।