বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারকে তিনি বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছেন।
হাসনাত তার স্ট্যাটাসে বলেন, "হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"
এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজকে উদ্ধৃত করে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে একটি সংবাদ প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার ভাষণ প্রচারিত হবে।