Image description

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সান্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং বন্দিমিনিময় চুক্তিতে মুক্তি প্রাপ্ত ইসরাইলি পণবন্দি কেইথ সিগেল বলেছেন, আমি আল-কাসসাম ব্রিগেডকে (হামাসের সামরিক বাহিনী) সবকিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিগত ১৫ মাস আপনারা আমাদের সঙ্গে সদয়াচরণ করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) যে তিনজন ইসরাইলি বন্দি মুক্তি পেয়েছেন, সিগেল তাদের অন্যতম। তার মার্কিন নাগরিকত্বও রয়েছে।

একা ভিডিও বার্তায় সিগেন বলেন, আমাকে পাহারায় থাকা যোদ্ধারা আমার সব প্রয়োজন পূরণ করেছেন। তারা আমাকে খাদ্য, পানীয়, ওষুধ ও ভিটামিন সরবরাহ করেছেন, চোখের চিকিৎসা করিয়েছেন, রক্তচাপ পরীক্ষা করেছেন এবং অন্যান্য সব প্রয়োজন মিটিয়েছেন।

তিনি বলেন, যোদ্ধারা আমার স্বাস্থ্যের প্রতি নজর রেখে আমার জন্য তেলমুক্ত ভেজিটেরিয়ান ফুডের ব্যবস্থা করেছেন। রক্ষীরা আমার সঙ্গে সদয় আচরণ করেছেন।

মুক্তিপ্রাপ্ত এই পণবন্দি আরও আগে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি না করায় তেল আবিবের সমালোচনা করে বলেন, আরো আগে যুদ্ধ শেষ হলে উভয় পক্ষের জানমালের বহু ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো।