Image description
 

বিখ্যাত হলিউড নির্মাতা জেমস ক্যামেরন। গত কয়েক বছর ধরে নিজ দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে স্থায়ী হয়েছেন ‘অ্যাভাটার’, ‘টাইটানিক’-এর মতো সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়া ছবিগুলোর এই নির্মাতা। কিন্তু কেন হঠাৎ করে তিনি নিজ দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমালেন? তা নিয়েই মুখ খুলেছেন ক্যামেরন। 

 

সম্প্রতি ‘ইন ডেপথ উইথ গ্রাহাম বেসিঞ্জার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রভাবশালী এই নির্মাতা জানান, নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে তিনি নিজ দেশ ছাড়েননি। বরং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ডের বিজ্ঞানভিত্তিক ও ঐক্যবদ্ধ অবস্থানই তাকে এই দেশে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অন্যতম বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। উল্লেখ্য, ২০২০ সালে পরিবারসহ তাসমান পাড়ের দেশটিতে স্থায়ীভাবে চলে যান জেমস ক্যামেরন। 

এই নির্মাতা বলেন, ‘কোভিডের সময়ে নিউজিল্যান্ড পুরোপুরি ভাইরাস নির্মূল করেছিল—একবার নয়, দুবার। তৃতীয়বার মিউটেশন হয়ে ভাইরাস ঢুকলেও তখন তাদের টিকাদানের হার ছিল ৯৮ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রে তখন টিকাদানের হার ছিল ৬২ শতাংশ, আর সেটাও কমছিল—ভুল পথে যাচ্ছিল।’ 

 

 

যুক্তরাষ্ট্রের সামাজিক মেরুকরণ ও বিজ্ঞানবিরোধী প্রবণতার কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আপনি কোথায় থাকতে চাইবেন? এমন একটি জায়গায়, যেখানে মানুষ বিজ্ঞান বিশ্বাস করে, মানসিকভাবে স্থিতিশীল ও একটি অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে? নাকি এমন একটি দেশে, যেখানে সবাই সবার বিরুদ্ধে, চরমভাবে বিভক্ত, বিজ্ঞানকে অস্বীকার করছে—আর আরেকটি মহামারি এলে পুরোপুরি বিশৃঙ্খলায় পড়ে যাবে?’ 

মূলত কোভিড-১৯ মহামারিই ছিল সেই টার্নিং পয়েন্ট, যা ক্যামেরন ও তার পরিবারের দেশ ছাড়ার সিদ্ধান্তকে চূড়ান্ত করে দেয়। তবে এই পরিচালকের নিউজিল্যান্ডপ্রীতি কিন্তু হঠাৎ করে জন্মায়নি। ১৯৯৪ সালে প্রথমবারের এই দ্বীপরাষ্ট্র সফরে এসেই গভীর এক সংযোগ অনুভব করেন ক্যামেরন।  পরে ২০১১ সালে দেশটিতে একটি খামার বাড়ি ক্রয়ের পর থেকেই দেশটিতে নিয়মিত যাতায়াত শুরু করেন তিনি। 

শেষ পর্যন্ত ২০২০ সালের আগস্টে কোভিড মহামারির মধ্যেই পরিবারসহ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এ হলিউড নির্মাতা।