Image description
 

ভয় পেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই বরং তিনি নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করছেন বলে স্পষ্ট জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাঘ। 

এনডিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত বলেন, অবরোধ এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বৈরী আচরণের মুখে ইরান মোটেও ভীত নয় এবং দেশ রক্ষায় ইরানিরা সম্পূর্ণ প্রস্তুত। 

মুম্বাইয়ে দায়িত্বরত এই ইরানি কূটনীতিক দাবি করেন, ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর উসকানি। তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা যখন বিদেশি প্রভুদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে, তখনই নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। এই সহিংসতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন বলে তিনি জানান। যাদের মধ্যে ৬৯০ জনকে তিনি 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করেছেন।

মার্কিন রণতরী মোতায়েন এবং আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে মোতলাঘ বলেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যে কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন প্রতিহত করার ক্ষমতা রাখে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ বা সাম্প্রতিক সন্ত্রাসী হামলা দমনের উদাহরণ টেনে তিনি বলেন, ইরানের পুলিশ এবং সাধারণ জনগণের সহায়তায় মাত্র দুই দিনেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার মতে, বিদেশি শক্তি যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে।

দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে বিশ্বব্যাপী সমালোচনার জবাবে মোতলাঘ বলেন, বিদেশি উসকানি এবং সাইবার হামলা বন্ধের স্বার্থেই সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং খুব শীঘ্রই ইন্টারনেট পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

খামেনির জনসমক্ষে না আসার গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, নিরাপত্তার খাতিরে সর্বোচ্চ নেতার চারপাশে রক্ষী থাকা স্বাভাবিক, কিন্তু তাকে বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে এমন ভাবার কোনো কারণ নেই। ইরান কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় বলেই তিনি দৃঢ়ভাবে জানান।

 

বিডি প্রতিদিন