যাদের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে, তারাই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার সকালে পুরান ঢাকার নবাবপুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসব সমীচীন না।
ইশরাক হোসেন উল্লেখ করে বলেন, যারা হুমকি দিয়ে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে চাচ্ছে, তাদের কঠোর জবাব দেয়া হবে।
যাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে-এমন অভিযোগ করে তিনি বলেন, কেউ কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে, যারা মনে করছেন আগামী দিনে তারা জয় লাভ করতে পারবেন না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে।
ইশরাক বলেন, যাতে তারা যদি হেরে যায়, যেটা সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে পারে বলেও আমি মনে করি।
বিডি প্রতিদিন