Image description

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামাস নিরস্ত্র না হলে (স্বাধীনতাকামী) সংগঠনটিকে খুব দ্রুত নিশ্চিহ্ন করে দেয়া হবে। দাভোসে বুধবার (২১ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, হামাস নাকি অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে-যদিও হামাস প্রকাশ্যে এমন কোনো সম্মতির কথা অস্বীকার করেছে। তিনি বলেন, ২–৩ দিন থেকে সর্বোচ্চ ৩ সপ্তাহের মধ্যেই বোঝা যাবে হামাস সত্যিই অস্ত্র ছাড়ছে কি না। খবর টাইমস অব ইসরায়েলের।

ট্রাম্প আরও দাবি করেন, ৫৯টি দেশ গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে আগ্রহী, যাদের উদ্দেশ্য হবে হামাসকে নির্মূল করা। তবে বাস্তবে এই বাহিনীতে সেনা পাঠাতে বহু দেশ অনাগ্রহী, এমনকি আজারবাইজান ইতিমধ্যেই অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজাকে ধীরে ধীরে নিরস্ত্রীকরণ, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও পুনর্গঠনের পথে নেয়ার কথা বলা হয়েছে, যদিও আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা এখন সীমিত হয়ে সীমান্ত নিরাপত্তা ও মানবিক সহায়তায় কেন্দ্রীভূত হতে পারে।

এদিকে গাজার প্রশাসনে তুরস্ক ও কাতারের প্রতিনিধিত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, তুরস্ক বা কাতারের কোনো বাহিনী গাজায় প্রবেশ করতে পারবে না।

শীর্ষনিউজ