রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এই তুষারঝড়ে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। শহর ও জনপদ ঘন বরফে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কামচাটকার বিভিন্ন এলাকায় ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে। অতিরিক্ত বরফের চাপ ও তুষারধসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।
রাশিয়া,রেকর্ডভাঙা,তুষারপাত,বরফ তিনি অভিযোগ করেন, সময়মতো ভবনের ছাদ থেকে বরফ সরানো না হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসিন্দাদের ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে এবং অনেকেই দূর থেকে কাজ করছেন।
বরফে ঢাকা সড়কের কারণে দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। বহু এলাকায় রুটি, দুধ ও ডিমের মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাস ও টানা তুষারপাত অব্যাহত রয়েছে। এই দুর্যোগ আরও কয়েকদিন চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিত কামচাটকা অঞ্চলে এবারের তুষারপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিকে ‘তুষার বিপর্যয়’ হিসেবে অভিহিত করছেন।