Image description
 

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি চাইনিজ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে এক চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এ ঘটনায় একটি শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্সের।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-নওয়ায় অবস্থিত। নিরাপত্তা চাদরে মোড়া সে এলাকায় বেশ কয়েকটি অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। এলাকাটিকে কাবুলের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে গণ্য করা হয়।

জাদরান বলেন, চীনা রেস্তোরাঁটি যৌথভাবে পরিচালনা করতেন এক চীনা মুসলিম আবদুল মজিদ, তার স্ত্রী এবং তাদের আফগান ব্যবসায়িক পার্টনার আবদুল জব্বার মাহমুদ। রেস্তোরাঁটি চীনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

বিস্ফোরণে নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রেস্তোরাঁর রান্নাঘরের কাছে সংঘটিত এই বিস্ফোরণে আরও ছয়জন আফগান নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন বলে জানান জাদরান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ ভবনের সামনের অংশে একটি বড় গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ এবং সেখান থেকে ধোঁয়া বের হতেও দেখা গেছে।

আফগানিস্তানে মানবিক সহায়তা সংস্থা ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর ডেজান প্যানিক এক বিবৃতিতে বলেন, ‘এ পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সাতজনকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়েছে।’

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

শীর্ষনিউজ