Image description

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার পরবর্তী নেতা হতে পারেন, এমন ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনঃপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক্স ব্যবহারকারী ক্লিফ স্মিথের ৮ জানুয়ারির একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে লেখা ছিল, ‘মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হবেন’, সঙ্গে ছিল কান্নাভরা হাসির একটি ইমোজি।

পুনঃপ্রকাশ করা পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, ‘শুনতে আমার ভালোই লাগছে!’

যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে রাতের অভিযানে ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার এক সপ্তাহ পর ট্রাম্প এই পুনঃপ্রকাশ করলেন।

ওই অভিযানে ভেনেজুয়েলার ও কিউবান নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হন।
কিউবার কমিউনিস্ট সরকার এখনো সরাসরি ট্রাম্পের এই উসকানিমূলক ইঙ্গিতের জবাব দেয়নি।

তবে ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরই কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘ন্যায় ও সত্য কিউবার পক্ষেই রয়েছে।’

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণহীন অপরাধী আধিপত্যবাদীর মতো আচরণ করছে, যা শুধু কিউবা ও এই অঞ্চলেই নয়, বরং সারা বিশ্বজুড়েই শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মা-বাবা কিউবান অভিবাসী।