Image description
 

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। লাতিন আমেরিকার দেশটিতে গত শনিবার মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

 

বুধবার এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং এটি শান্তিপূর্ণ উপায়ে সমাধান হওয়া জরুরি।

জয়শঙ্কর বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করছি—বসে আলোচনার মাধ্যমে এমন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা হোক, যা ভেনেজুয়েলার মানুষের কল্যাণ ও নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হবে।’

 

ভেনেজুয়েলার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশটির জনগণ যেন এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে—সেই প্রত্যাশাই ভারতের।

 

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এসব মন্তব্য করেন জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

এর আগেও ভেনেজুয়েলা সংকট নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিল।