Image description

যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এটা মেনে নেবে না চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেইজিং কোনো দেশই যেন নিজেকে ‘বিশ্বের পুলিশ’ মনে করে—এমন ধারণায় বিশ্বাস করে না, কিংবা কোনো রাষ্ট্রের ‘বিশ্বের বিচারক’ হওয়ার দাবিও তারা মেনে নেয় না।

রবিবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার ‘হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতি’র কথা উল্লেখ করেন।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত।

শনিবার ৬৩ বছর বয়সী মাদুরোকে চোখ বেঁধে ও হাতকড়া পরানো অবস্থায় ছবি প্রকাশিত হওয়ার পর ভেনেজুয়েলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার পর এটিই ছিল চীনের শীর্ষ কূটনীতিকের প্রথম মন্তব্য। বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং মাদক সংক্রান্ত অভিযোগে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।

চীন নিজেকে একটি প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। ২০২৩ সালে সৌদি আরব ও ইরানের মধ্যে অপ্রত্যাশিত সমঝোতা করিয়ে দিয়ে এই লক্ষ্য তারা সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে এবং বৈশ্বিক সংকটপূর্ণ ইস্যুগুলোতে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের অঙ্গীকার করে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানে সমানে মোকাবিলা করতে পারার সাফল্য চীনের আত্মবিশ্বাস আরো জোরদার করেছে।

শীর্ষনিউজ