পূর্ব ইয়েমেনের হাদরামাউত প্রদেশের সাইইউন শহরে একটি সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবার দিবাগত মাঝরাতে (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইইউন হাদরামাউত প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর। গত মাসে বিচ্ছিন্নতাবাদীদের শুরু করা অভিযানের প্রাথমিক পর্যায়েই শহরটি তাদের দখলে চলে যায়।
এদিকে হাদরামাউতের সৌদি আরব-সমর্থিত গভর্নর সালেম আল-খানবাশি জানিয়েছেন, এসটিসির কাছ থেকে আল-খাশা এলাকা পুনর্দখলের পর তার বাহিনী সাইইউনের দিকে অগ্রসর হচ্ছে। আল-খাশা অঞ্চলটি হাদরামাউত প্রদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
রক্তপাত এড়াতে এসটিসি যোদ্ধাদের নিজ নিজ অবস্থান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর সালেম আল-খানবাশি।