Image description
 

নতুন বছরে দেশের নাগরিকদের উদ্দেশে দেওয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। যুদ্ধরত সেনাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়াই। এদিকে রাশিয়ায় নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্য টেলিগ্রামে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন খেরসন অঞ্চলের গভর্নর ভøাদিমির সালদো। অন্যদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি রাশিয়া। খবর আরটির।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্যদিয়ে যা সর্বাত্মক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। এরপর প্রায় চার বছর ধরে এই সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই মুহূর্তে একটি শান্তি আলোচনা চলছে। এর মধ্যেই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন বছরের প্রাক্কালে দেশবাসী ও সেনাবাহিনীর উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয় তার ভাষণ। রাশিয়াকে ফাদারল্যান্ড সম্বোধন করে সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, শান্তিচুক্তির ওপর আস্থা নেই। পুরো দেশ এখন আপনাদের দিকে তাকিয়ে। আমরা জিতবই।

রাশিয়ার জনগণ সবসময় সেনাবাহিনীর সঙ্গেই রয়েছে জানিয়ে পুতিন বলেন, আপনাদের আশ্বস্ত করে বলতে চাই- নববর্ষের সন্ধ্যায় দেশের কোটি কোটি মানুষ আপনাদের সঙ্গেই রয়েছে। সবাই আপনাদের কথাই ভাবছে, আপনাদের জন্য দোয়া করছে। আমরা সবাই আপনাদের সমব্যথী। দেশের সমস্ত সেনা এবং কমান্ডারকে নববর্ষের আগাম শুভেচ্ছা। আপনারা ও আমরা জিতবই, এই বিশ্বাস আমাদের রয়েছে।