বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাতের একটি ছবি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান তিনি।
তিনি লিখেন, ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি! আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।’
এদিকে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া এ জাতিকে তিনবার নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি আপোষহীন সংগ্রামী জীবন ছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। সে লড়াই করতে গিয়ে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলে একাকীত্বে কাটাতে হয়েছে।