Image description

যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলন ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। গতকাল ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে একটি বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি একটি প্ল্যাকার্ড ধরেছিলেন। এতে লেখা ছিল, ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।’

বিক্ষোভের আয়োজকদের দাবি, গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, কেবল ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেটা থুনবার্গ অ্যাসপেন ইনসিওরেন্সের দপ্তরের বাইরে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে জড়িত। যুক্তরাজ্য সরকার গত জুলাইয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের আন্দোলনকারী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

সরকারের ভাষ্য অনুযায়ী, সংগঠনটি আইনভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ নিষেধাজ্ঞার পর থেকে যুক্তরাজ্যে শত শত মানুষ গ্রেপ্তার হয়েছেন। শুধু সংগঠনটির প্রতি সমর্থন জানানো বা সংশ্লিষ্ট স্লোগান ও প্রতীক ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। গ্রেটা থুনবার্গের গ্রেপ্তার হওয়ার ঘটনায় মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, রাজনৈতিক মত প্রকাশকে সন্ত্রাসবাদের সঙ্গে এক কাতারে ফেলা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার জন্য হুমকি। -মিডল ইস্ট আই