Image description

তুরস্কের রাজধানী আঙ্কারার হায়মানা জেলায় ব্যক্তিগত বিমান ( ফ্যালকন বিজনেস জেট) বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ এবং আরও চারজন লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮:৫২ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বিবাহ এই খবরটি নিশ্চিত করে একে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। সেনাপ্রধান আল-হাদ্দাদ আঙ্কারায় তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি সফর শেষ করে ত্রিপোলিতে ফিরছিলেন। প্রধানমন্ত্রী তাঁর বিবৃতিতে বলেন, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, 'ফ্যালকন ৫০' মডেলের বিমানটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে উড্ডয়ন করে। রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে হেইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জানা গেছে, বিমানটি নিখোঁজ হওয়ার আগে হেইমানা জেলার ওপর দিয়ে ওড়ার সময় জরুরি অবতরণের (Emergency Landing) অনুরোধ জানিয়েছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান।

আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইস্তাম্বুলে দায়িত্বরত আল-জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী একে ‘কারিগরি ত্রুটি’ মনে করা হচ্ছে। তবে বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনাও চলছে।

নিহত আল-হাদ্দাদ লিবিয়ার সামরিক বাহিনীতে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি কোনো নির্দিষ্ট মিলিশিয়া বাহিনীর পক্ষ না নিয়ে পেশাদার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য সুপরিচিত ছিলেন।

উল্লেখ্য, এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন তুরস্কের সংসদ লিবিয়ায় তাদের সৈন্য মোতায়েনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক ও লিবিয়ার ত্রিপোলি সরকারের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান।