Image description
 

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার বাহিনী যে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার বেশিরভাগই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, রাশিয়া মোট ৬৩৫টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বহু ড্রোন ছিল ইরানি নকশায় তৈরি, যা কুরস্ক, ওরেল, ব্রিয়ানস্কসহ বিভিন্ন এলাকা থেকে ইউক্রেনের দিকে ছোড়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রুশ বাহিনী ৩৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩টি অ্যারোব্যালিস্টিক প্রজেক্টাইলও নিক্ষেপ করে।

 

ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৮৭টি ড্রোন এবং ৩৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। হামলার ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।