প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার অভিযোগে কোনো নিরীহ সমালোচনাকারীকে গ্রেফতার বা নির্যাতন করা যাবে না জানিয়ে কড়া বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সাজেদুর রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা সহিংস হওয়া আমরা সমর্থন করি না।
হেফাজত নেতারা বলেন, পত্রিকা দুটিতে হামলার অভিযোগে কোনো নিরীহ সমালোচনাকারীকে গ্রেফতার কিংবা তুলে নিয়ে হয়রানি বা নির্যাতন করা যাবে না। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে যারা নিরীহ সমালোচনাকারী, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় পত্রিকা দুটির ওপর বাংলাদেশপন্থি ছাত্র-জনতার ক্ষোভ বাড়বে বৈ কমবে না।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শুধু একজনের পরিচয়ে তার প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান তথা মাদরাসার নাম উল্লেখ করা হয়েছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে হেফাজত।