Image description

পাকিস্তানের করাচি রাজ্যের মেমন গোঠ এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক মানবতাবিরোধী ঘটনা। হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় এক মায়ের নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২ নভেম্বর) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, বিলের টাকা না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা (এসএসপি) আবদুল খালেক পীরজাদা বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু বিক্রির সঙ্গে জড়িত নারী শামা বেলুচ পলাতক রয়েছেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ হাসপাতালের এক কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতকটিকে বিক্রি করেন এবং ইতোমধ্যে শিশুটিকে পাঞ্জাবে পাচার করা হয়েছিল।

এফআইআর সূত্রে জানা যায়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, আপনার যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন এক মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন। পরে সেই মহিলা শামা বেলুচ হাসপাতালের বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।


পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

আরটিভি