Image description

গণভোট প্রশ্নে একমত হতে রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর পরপরই জরুরি বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এই বৈঠক শেষে বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি, যেখানে সরকারের ঘোষণার প্রেক্ষাপটে দলটির অবস্থান তুলে ধরা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত ৪৮ দফা প্রস্তাব নিয়ে গণভোট আয়োজনের যে প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে করেছে, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দলগুলো।

কমিশন তাদের সুপারিশে বলেছে, "জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময়ে অথবা উক্ত নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হইবে"।

কমিশন ওই সুপারিশে গণভোটের জন্য প্রশ্নও ঠিক করে দিয়েছে। তাহলো, "এ আদেশ ও আদেশের তফসিলে ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কি-না"।

বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি করেছে।