‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদবির নাম পরিবর্তন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিক ও সংসদ বিষয়ক বিভাগ। এখন থেকে ‘সহকারী জজ’, ‘সিনিয়র সহকারী জজ’ বলতে কোনো পদ থাকবে না। এর পরিবর্তে এখন পদের নাম হবে ‘সিভিল জজ’। রবিবার (২রা নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
Civil Courts Act, 1887 (Act No. XII of 1887) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় এবং সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রয়েছে। রাষ্ট্রপতির নিকট এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। এ কারণে বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। এই অধ্যাদেশ ‘Civil Courts (Amendment) Ordinance, 2025’ নামে অভিহিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, Act No. XII of 1887 4 section 3 এর সংশোধন।-Civil Courts Act, 1887 (Act No. XII of 1887), অতঃপর উক্ত Act বদিয়া উল্লিখিত এর section 3 এর 4 clause(d) ও clause (c) উল্লিখিত ‘Assistant’ শব্দটির পরিবর্তে ‘Civil’ শব্দটি প্রতিস্থাপিত হবে।
Act No. XII of 1887 section 4 এর সংশোধন)- উক্ত Act এর section 4 উল্লেখিত ‘assistant’ শব্দটির পরিবর্তে ‘Civil’ পথটি প্রতিস্থাপিত হবে। Act No. XII of 1887 এর section 13 এর সংশোধন। উক্ত Act এর section 13 এর সাবসেকশন ২ ও সাব সেকশন (3), sub-section (4) শব্দের পরিবর্তে ‘Civil’ শব্দটি প্রতিস্থাপিত হবে।
Act No. XII of 1887 section 19 এর সংশোধন। উক্ত Act section 10 (1) sub-saction (2) এর সর্বত্র উল্লিখিত ‘Assistant’ শব্দের পরিবর্তে ‘Civil’ শব্দটি এবং ‘an Assistant’ শব্দগুলির পরিবর্তে ‘Civil’ শব্দগুলি প্রতিস্থাপিত হবে। এর ফলে এখন থেকে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ পদের নাম হবে যথাক্রমে ‘সিভিল জজ’ ও ‘সিনিয়র সিভিল জজ’।
এর আগে গত জানুয়ারিতে সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদবি পরিবর্তন করে যথাক্রমে ‘সিভিল জজ’ ও ‘সিনিয়র সিভিল জজ’ নামে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো এ–সংক্রান্ত চিঠিতে বলেছিল, ‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’দের সংগঠন ‘ইয়ং জাজেস ফোরাম’সহ জেলা আদালতের বিচারকেরা মনে করেন, বর্তমান ‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদবি দুটি পরিবর্তন করা সময়ের দাবি।
এর কারণ হিসেবে বলা হয়, এ পদবি বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্ব সঠিকভাবে প্রতিফলিত করে না; বরং এই পদবির কারণে বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট বিচারকদের ক্ষমতা ও এখতিয়ার নিয়ে বিভ্রান্তি, দ্বিধা এবং অনাস্থার সৃষ্টি করে। ১৯৮৭ সালে বিসিএস অন্যান্য ক্যাডারের পদবির অনুকরণে ‘মুনসেফ’ পদবিটি পরিবর্তন করে সিভিল কোর্টস (সংশোধন) আইন–১৯৮৭–এর মাধ্যমে ‘সহকারী জজ’ নামকরণ হয়, যা এখন পর্যন্ত চলমান আছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০০৭ সালে ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগ পৃথকীকরণের পর বিচার বিভাগকে অন্যান্য সার্ভিস থেকে একটি পৃথক ও স্বতন্ত্র সত্তা হিসেবে ঘোষণা করা হয়। ফলে ‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদবির ব্যবহার বিচার বিভাগের মর্যাদা ও স্বাতন্ত্র্যের সঙ্গে সাংঘর্ষিক এবং যথাযথ নয় বলে মনে করে অ্যাসোসিয়েশন।