Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, ইসরাইল এখনো লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লাহর হাতে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র আছে, যা ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করছে।

 

ব্যারাক বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশে বলেন, ‘তারা চেষ্টা করছে, কিন্তু তারা এখনো ‘‘ডাইনোসর’’। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করা দরকার।’

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল

জেরুজালেম ও বেইরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক বলেন, ‘ইসরাইল তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঋণী।’

 

তিনি যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু কর্মসূচির ওপর আঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরেন, যা ‘মধ্যপ্রাচলকে পুনরায় আকার দিয়েছে।’ ব্যারাক, যিনি একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কেও দায়িত্ব পালন করছেন, পূর্বাভাস দেন যে অঙ্কারা ও জেরুজালেমের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে পারে।

‘তুরস্ক ও ইসরাইল একে অপরের সঙ্গে যুদ্ধ করবে না। কাসপিয়ান সী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সমন্বয় হবে।’