গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ‘একতা টাওয়ার’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে টাওয়ারের নিচতলার একটি ফাস্টফুড দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী আমবাগ রোডে অবস্থিত বহুতল ভবন ‘একতা টাওয়ার’-এর নিচতলার ফাস্টফুড দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে টাওয়ারের নিচতলা ও আশপাশের অংশে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফুজ্জামান বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছিল, তবে এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।”
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।