Image description
 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হবার পরও ফের গাজা উপত্যকায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংসদ নেসেটের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী বৈঠকে নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

সংসদীয় বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন,সরকার ইচ্ছাকৃতভাবে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করছে।

সংসদীয় ভাষণে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির সময় দুইজন সৈন্য নিহত হয়… আমরা ১৫৩ টন বোমা বর্ষণ করেছি এবং গাজা জুড়ে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। এই মন্তব্যের পর বিরোধী নেতারা তাকে যুদ্ধবিরতি ভঙ্গের প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়ার অভিযোগে কঠোর সমালোচনা করেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই সময়ের মধ্যে ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রোববার( ১৯ অক্টোবর) একদিনেই নিহত হয়েছে ৪৪ জন। এছাড়া ২৩০ জন আহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ৬৮,২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০০ জনের বেশি আহত হয়েছেন।

শীর্ষনিউজ