Image description

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশেষকরে গাজায় ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক।

বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্যের সংঘাতে তুরস্ক তার মধ্যস্থতাকারী ভূমিকার মাধ্যমে গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অবদান রেখেছে।'

তিনি আরও বলেন, 'জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি—এই দুই বিষয়ই এমন কিছু অর্জন করেছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। তবে গাজার মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য কাজ এখনই শুরু হয়েছে।' 

ভাডেফুল আরও বলেন, 'আমরা একসঙ্গে কাজ করছি যাতে মানবিক সহায়তাকারীরা পূর্ণ প্রবেশাধিকার পায় এবং যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের মানুষগুলোর ভয়াবহ দুর্ভোগ কমাতে পারে। পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছি।'

তিনি জোর দিয়ে বলেন, হামাসের ওপর অব্যাহত চাপ বজায় রাখার বিষয়ে বার্লিনের প্রত্যাশা রয়েছে।

একদিনের সফরে আঙ্কারায় অবস্থানকালে ভাডেফুল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় গাজা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা।