Image description

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ  ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী করণীয় কী তা জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, 'সনদ বাস্তবায়নের জন্য ২/১ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করতে হবে। সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে। বড় বিষয়ে প্রদত্ত নোট অফ ডিসেন্ট তুলে নিলে ভালো। এটাই সঠিক বাস্তবায়ন পদ্ধতি।‘

২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদ অনুষ্ঠানে গেলেও জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাছাড়া বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।