
বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ড্রটা করেই ফেলেছিল। শেষ বাঁশির আগে গোল খেয়ে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে হংকংয়ে গিয়ে ড্র করেন হামজা-শমিতরা। র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যার পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৩তম অবস্থানে আছে।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েও দ্বিতীয়ার্ধে ৩-২ গোলে হেরেছে। ছয় থেকে সাতে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল।
তবে অক্টোবরের দুই প্রীতি ম্যাচে জেতায় এক ধাপ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা তিনে নেমে গিয়েছিল। আবার দুইয়ে ফিরেছে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইউরো জয়ী স্পেন। তিনে আছে রাশিয়া বিশ্বকাপ জেতা ও কাতার বিশ্বকাপের রানার্স আপ হওয়া ফ্রান্স। তারা এক ধাপ পিছিয়েছে।
ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে চার ও পাঁচ নম্বর অবস্থান ধরে রেখেছে। দুই ধাপ এগিয়ে জার্মানি সেরা দশে ঢুকেছে। ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আফ্রিকার দেশ নাইজারের। নয় ধাপ এগিয়ে ১০৮ এ আছে তারা। সবচেয়ে বেশি আট ধাপ পিছিয়েছে গ্রিস।