
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির সময় বিমলা পোদ্দার (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে তালোড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
জানা গেছে, ডাকাতরা বাড়ি থেকে সিন্দুক ভেঙে নগদ ৩ থেকে ৪ লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
নিহত বিমলা উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লার মৃত রাধেশ্যাম পোদ্দারের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত বিমলা পোদ্দার তালোড়া বাজারে তার পৈতৃক বাড়িতে অবিবাহিত পাঁচ ভাই-বোনকে নিয়ে খৈল-ভুসির ব্যবসা করতেন। দোতলা বাড়িটির নিচতলায় ছিল দোকান ও গুদামঘর, আর উপরের তলায় তারা বসবাস করতেন।
বিমলা পোদ্দারের ভাই হেমচাঁদ পোদ্দার হিমু জানান, তারা দুই ভাই ও তিন বোন এ বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ৫ থেকে ৭ জনের ডাকাত দল মুখে মুখোশ পরে টিনের চাল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুললেই ডাকাতরা তাকেসহ তার ভাই ও বোনদের বেধড়ক মারধর করে আহত করে। এ সময় তার বোন বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে খুন করে। বাধ্য হয়ে সিন্দুকের চাবি ডাকাতদের দিলে তারা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল রেজা বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।