
অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠন নিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেছেন, গাজা পুনর্গঠনে পাঁচ বছর সময় লাগবে, এতে খরচ হবে ৬ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মোহাম্মদ মুস্তফা বলেন, গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, গাজায় আবাসন, সামাজিক কার্যক্রম, অবকাঠামো, অর্থনীতি ও প্রশাসন পুননির্মাণে ৬ হাজার ৭০০ কোটি ডলার খরচ হব।
এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগীরা এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। আগামী মাসে কায়রোতে গাজা পুনর্গঠন কনফারেন্সে এই বিষয়ে তিনি প্রস্তাব দিবেন বলে জানান।
মোহাম্মদ মুস্তফা বলেন, ‘ফিলিস্তিনের সরকার আবারও জানাচ্ছে গাজায় কার্যকরী প্রশাসন ব্যবস্থাই এর পুনর্গঠনে সবচেয়ে বেশি জরুরি।