Image description
 

ইসরাইলের পার্লামেন্টে ( নেসেট) ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেন দুই ইসরাইলি এমপি — ওফের কাসিফ এবং আয়মান ওদেহ। তারা দুজনেই ইসরাইলের আরব রাজনৈতিক জোট হাদাশ-তাল দলের সদস্য।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঘটনাটি ঘটে যখন ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নেসেটে বক্তব্য রাখছিলেন এবং অঞ্চলটির জন্য “ঐতিহাসিক ভোর” বলে অভিনন্দন জানাচ্ছিলেন। তখন ওদেহ একটি কাগজ উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন!”। নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত দুজন এমপিকে কক্ষ থেকে সরিয়ে দেন এবং তাদের ব্যানার ছিনিয়ে নেন।

 

বের করে দেওয়ার পর, আয়মান ওদেহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেন: “তারা আমাকে সংসদ থেকে সরিয়ে দিয়েছে কারণ আমি এমন একটি সহজ দাবি তুলেছিলাম — ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া — যা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করে। এখানে দুটি জাতি আছে, এবং কেউই কোথাও যাচ্ছে না।”

একইভাবে, ওফের কাসিফও সামাজিক মাধ্যমে লেখেন:“আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি, বরং ন্যায়বিচার দাবি করতে এসেছি। প্রকৃত শান্তি তখনই আসবে যখন দখলদারিত্ব ও বর্ণবাদের অবসান ঘটবে এবং ইসরাইলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও আহ্বান জানান, “দখলদার হতে অস্বীকার করুন! রক্তপাতের সরকারকে প্রতিহত করুন!”

এই ঘটনার মধ্যে ট্রাম্পের ভাষণ কিছুক্ষণের জন্য বাধাগ্রস্ত হয়, তবে পরে তিনি বক্তব্য অব্যাহত রাখেন।

উল্লেখ্য, ট্রাম্প নেসেটে ভাষণ দেওয়া মাত্র চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট এবং ২০০৮ সালের পর প্রথম। তিনি ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন-মধ্যস্থ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি উপলক্ষে ইসরায়েলকে অভিনন্দন জানান এবং বলেন,“ইসরাইল যুদ্ধে বিজয়ী হয়েছে, এখন শান্তির সময়।”

ভাষণের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইসরাইলের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান “ইসরাইল পুরস্কার” প্রদান করেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতিগত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।