Image description
 

মাগুরা জেলার মহম্মদপুর বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই সাথে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান ও হাসপাতাল সূত্র জানায় শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাঁতলা গ্রামের আনারুল মিয়ার কণ্যা তারিন (৮), সাজ্জাদ মিয়ার কণ্যা সিনথিয়া (৯) ও তরিকুল ইসলামের কণ্যা তানহা (৯) বাড়ীর পার্শ্ববর্তী খালের পানিতে একই সাথে গোসল করতে নেমে হারিয়ে যায়।

স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আর এমও মো: আসাদুর রহমান পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

শীর্ষনিউজ