
যুক্তরাজ্যের গত তিন মাসে অন্তত ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে; যা ২০১১ সালের পর সবচেয়ে বড় উত্থান বলে জানিয়েছে দেশটির মুসলিম-বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা।
সংস্থাটি শুক্রবার জানিয়েছে, সম্প্রতি ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি, তবু মসজিদ ভবন ও পাশে থাকা একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
টেল মামার নির্বাহী পরিচালক ইমান আত্তা এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাজ্যে মুসলিম-বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণ ঘটছে বলে ইঙ্গিত দেয়। তিনি সরকারকে উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের ‘প্লেসেস অব ওয়ারশিপ ফান্ড’-কে বর্তমান নিরাপত্তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেন।
সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাজ্যে ইসলামফোবিক ঘটনার হার প্রায় ২০ শতাংশ বেড়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইন হয়রানি— যা মূলত গাজার চলমান সংঘাতসহ বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, এসব হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক সংকেত এবং সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
সূত্র: শাফাক নিউজ